ছেলে কৃশিবের পাঁচ মাসের জন্মদিন সেলিব্রেট করলেন পূজা বন্দ্যোপাধ্যায় এবং কুণাল বর্মা। গতকাল মহাশিবরাত্রির দিনেই পাঁচ মাস পূর্ণ হল কৃশিবের। একদিকে যেমন কেক কেটে কৃশিবের জন্মদিন পালন করেছেন পূজা-কুনাল। অন্যদিকে, কৃশিবকে নিয়ে শিবরাত্রিও পালন করেছেন তারকা দম্পতি। মায়ের কোলে চড়ে প্রথম শিবরাত্রি পালন করে ফেলল ছোট্ট কৃশিব। হলুদ পাঞ্জাবি, সাদা পাজামায় ছেলেকে সাজিয়েছিলেন পূজা। ছেলেকে কোলে বসিয়েই শিবরাত্রি পালন করেছেন তিনি। ছেলের হাত ধরে শিবের মাথায় দুধও ঢেলেছেন। আর সর্বক্ষণ পাশে ছিলেন কুণাল। ছেলের কেক খাওয়ার ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে পূজা লেখেন, ‘আমার সোনার পাঁচ মাসের জন্মদিনের কেক। এ বার আর ওকে থামানো যাচ্ছে না।’
https://www.instagram.com/p/CMSRffoAVvA/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/CMTVqrggUD_/?utm_source=ig_web_copy_link