নারীদিবসে স্বামী কুনাল বর্মাকে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী পূজা বন্দোপাধ্যায়। ইনস্টাগ্রামে ছেলে কৃষিভের সঙ্গে স্বামীর ছবি শেয়ার করে পূজা লেখেন, ‘এই নারীদিবসে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিকে ধন্যবাদ জানাতে চাই আমি। সেই মানুষটা যে শুধু আজকের দিন নয়, বছরের প্রত্যেক দিন আমায় স্পেশাল ফিল করায়। সম্মান দেয়। আমায় পরিপূর্ণ করে তোলার জন্য তোমায় ধন্যবাদ। আমি আশা করব আমার ছেলেও যাতে ভবিষ্যতে একজন ভদ্র মানুষ হয়, যে কিনা জীবনে প্রতিটি মুহূর্তে নারীদের সম্মান করবে এবং সমান গুরুত্ব দেবে।’
https://www.instagram.com/p/CMJyBrLAbiv/?utm_source=ig_embed