ঘোষণা হয়েছে ‘পুষ্পা ২’ ছবি মুক্তির তারিখ। ৮ এপ্রিল মুক্তি পেয়েছিল ‘পুষ্পা ২’-এর প্রথম পোস্টার। তারপর থেকেই হইচই পড়ে যায়। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে, ১৫ অগাস্ট মুক্তি পাবে এই ছবিটি। নতুন পোষ্টার প্রকাশ্যে এনে অভিনেতা নিজেই মুক্তির তারিখ জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এই ছবিতে একেবারে অন্যরকম একটি লুকে দেখা যাচ্ছে অভিনেতাকে। এইরকম রূপে এর আগে অভিনেতা অল্লু অর্জুনকে কোনও ছবিতে দেখা যায়নি।
অন্যদিকে, ‘সিঙ্ঘম এগেন’ ছবিতে অভিনয় করবেন অজয় দেবগণ। নায়িকার চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।