সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বোল্ড ছবি পোস্ট করে সাইবার বুলিং-এর শিকার হয়েছেন রাফিয়াত রশিদ মিথিলা। আর এরপরেই বড় সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তথা সমাজকর্মী। সম্প্রতি, সোশ্যালে একটি খোলামেলা ছবি পোস্ট করেন মিথিলা। ক্যাপশানে লেখেন উইলিয়াম আর্নেস্ট হেনলির একটি উদ্ধৃতি, ”আমিই আমার ভাগ্যের কর্তা, আমি আমার আত্মার অধিনায়ক।” আর এরপরেই মিথিলার সেই পোস্ট ঘিরে উড়ে আসে কিছু করুচিকর মন্তব্য। এই ছবি ঘিরে সাইবার বুলিং-এর শিকার হওয়ার পরই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের কমেন্ট সেকশন বন্ধ করে দেন মিথিলা। মিথিলার কথায়, ”প্রতিটা মানুষেরই ব্যক্তিগত জীবন থাকে। সেখানে তাঁর ভাল লাগা, খারাপ লাগা এবং নিজস্ব কিছু সিদ্ধান্ত থাকতে পারে। সেগুলি শুধুমাত্র তাঁর জীবনকেই প্রভাবিত করে। আপনার জীবনকে নয়। কিন্তু আমরা অনেকেই আছি, অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে যাঁদের প্রচণ্ড উৎসাহ। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিকর কথা বলতে দ্বিধা করি না। সোশ্যাল মিডিয়াতে নারীকে উত্যক্ত করা, নারীদের বিষয়ে কুরুচিকর মন্তব্য করা থেকে আমাদের বিরত থাকতে হবে। অন্যকে নিয়ে ভাবনাটা বন্ধ করে নিজেকে নিয়ে ভাবনাটা শুরু করতে হবে। এবং অন্যের অনুভূতিকে প্রাধান্য দিতে হবে।”