দক্ষিণী ছবি ‘পিপ্পা’-তে রহমানের নতুন সুর


জয়শ্রী, ৫ ফেব্রুয়ারিঃ এ. আর. রহমান প্রচুর হিন্দি এবং দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন। তাঁর কাজের জন্যে তাঁকে ‘মাদ্রাজের মোজার্ট’ বলা হয় এবং তাঁর তামিল ভক্তরা তাকে ‘মিউজিকের ঝড়’ উপাধিতে ভূষিত করেছেন। দক্ষিণী ছবি এবং নিজস্ব কাজে বেশি ব্যস্ত থাকায় হিন্দি ছবিতে আগের তুলনায় কম কাজ করছেন তিনি। তবে দিল বেচারা’–র পর এ. আর. রহমানের ম্যাজিকে আবার বুঁদ হবে গোটা দেশ। আরএসভিপি এবং রায় কাপুর ফিল্মস গাঁটছড়া বেঁধে তৈরি করছে একটি ওয়ার মুভি ‘পিপ্পা’। রাজা কৃষ্ণ মেননের পরিচালনায় ‘দ্য বার্নিং চ্যাফির্জ’ বইয়ের ওপর ভিত্তি করে নির্মিত হবে ছবিটি। ওয়ার মুভি ‘পিপ্পা’র মিউজিক করবেন রহমান। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে মুখ্য চরিত্রে আছেন ঈশান খট্টর, ম্রুণাল ঠাকুর, প্রিয়াংশু পাইনুলি। ছবির আবহসঙ্গীত এবং গানের সুর দুটোই করবেন রহমান। এই ছবির মিউজ়িক নিয়ে রহমানও ভীষণ উৎসাহী। সে কথা টুইট করে জানিয়েওছেন সুরকার। তার মূল কারণ আরএসভিপি এবং রায় কাপুর ফিল্মসের সঙ্গে এ আর রহমান জুটি নতুন নয়। এই ট্রায়ো জুটি অনেক হিট ছবির গান আমাদের উপহার দিয়েছে। ‘স্বদেশ’, ‘যোধা আকবর’, ‘রঙ দে বাসন্তী’, ‘দিল্লি সিক্স’ এদের মধ্যে উল্লেখযোগ্য। স্বাভাবিকভাবেই ফের জুটি বাঁধতে পেরে তিনজনই খুব খুশি। রনি স্ক্রুওয়ালা জানিয়েছেন দেশাত্মকবোধক গানে এ. আর. রহমানের কোনও তুলনা হয় না।এই ধরণের ছবিতে সুর করতে পেরে এ. আর. রহমানও খুব খুশি। গত বছর ‘দিল বেচারা’ এবং ‘শিকারা’ তে রহমানের সুর শোনা গিয়েছিল। এ বছর তিনি আনন্দ এল রাইয়ের ‘আতরঙ্গি রে’ হিন্দি সিনেমার কাজও করছেন। নিজের ইউটিউব চ্যানেলে নতুন প্রতিভাদের কাজের সুযোগ করে দেবেন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *