অভিনেতা হিসেবে সকলের মন আগেই জয় করেছেন রাহুল বন্দ্যোপাধ্যায়। এবার প্রকাশ পেতে চলেছে তাঁর পরিচালক সত্ত্বা। রাজর্ষী দের ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ ছবির শুটিং শেষ করলেন সদ্য। এই ছবিতে নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাহুলকে। এবার তিনি কোমড় বেঁধে নেমেছেন নিজের প্রজেক্টের প্রি প্রোডাকশনের কাজে। শুটিং র্যাপ আপের পরদিন থেকেই মন দিয়েছেন নিজের ছবির চিত্রনাট্যে। চলছে কাস্টিংয়ের কাজও। আগামী এপ্রিল মাস থেকে ছবির শুটিং শুরু করবেন বলে জানা যাচ্ছে। ছোট ছবি বা ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ নয়, প্রথমেই ফিচার ফিল্ম দিয়েই শুরু করতে চান অভিনেতা। প্রথম ছবিতেই তাঁর প্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকেই তুরুপের তাস হিসাবে বেছে নিয়েছেন। যদিও নায়িকার নাম এখনই প্রকাশ্যে আনছেন না পরিচালক।