কলকাতা ছেড়ে বেরিয়ে পড়লেন রাহুল-প্রীতি

গত ১০ ফেব্রুয়ারি প্রথম বিবাহবার্ষিকী সেলিব্রেট করেছেন রাহুল মজুমদার ও প্রীতি বিশ্বাস। বিয়ের পর লকডাউন হয়ে যাওয়ার ফলে হানিমুনে যেতে পারেননি রাহুল-প্রীতি। তারপর কাজের ব্যস্ততার জন্য সেভাবে আর বেড়াতে যাওয়ার সুযোগ পাননি তারকা দম্পতির। অবশেষে অবশেষে সেই সুযোগ পেলেন রাহুল-প্রীতি। সুযোগ আসতেই বেড়ানোর পরিকল্পনা করে ফেলেছেন দম্পতি। রবিবার সকালেই কলকাতা ছেড়ে বেরিয়ে পড়েছেন তাঁরা। বিমানবন্দর থেকে নিজেদের ছবি শেয়ার করে প্রীতি লেখেন, ‘বাই বাই কলকাতা’। সিমলা, মানালি, চণ্ডীগড় যাওয়ার প্ল্যান রয়েছে রাহুল-প্রীতির। আজই সিমলায় পৌঁছেছেন তাঁরা। ২৭ মার্চ কলকাতায় ফিরছেন বলে জানা যাচ্ছে।

https://www.instagram.com/p/CMqs4HWAj07/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *