সেপ্টেম্বরে মা-বাবা হচ্ছেন দীপিকা-রণবীর। প্রায় ঐ একই সময় বাবা-মা হতে চলেছেন টেলি পাড়ার জনপ্রিয় দম্পতি জুটি রাহুল মজুমদার ও প্রীতি বিশ্বাস। সোশ্যাল মিডিয়ার মাদশ্যমে এই খবর আজ প্রকাশ্যে আনেন রাহুল। বিয়ের সময় থেকেই রাহুল-প্রীতিকে ভালবেসে তাঁদের অনুরাগীরা ‘প্রীহুল’ নাম দিয়েছেন। সেই নামকে হ্যাশট্যাগ বানিয়ে তাঁরা সুন্দর একটি কার্ড বানিয়েছেন। পেলব গোলাপি রঙের এই কার্ডে ছোট্ট দু’পাটি মোজা। যা নতুন অতিথি আগমনের ইঙ্গিতবাহী। সারা কার্ডে ভালবাসার চিহ্ন ছড়ানো। গাঢ় গোপালি দিয়ে লেখা ‘আমাদের অনুরাগীদের পরিবারকে জানাচ্ছি, আমরা মা-বাবা হতে চলেছি।’ এক ধারে অভিনেতা দম্পতির ঘনিষ্ঠ ছবি। রাহুল জানান, প্রীতি বিশ্বাস চার মাসের অন্তঃসত্ত্বা। বাড়িতে হইহই চলছে। সেপ্টেম্বরে তাঁরা দুই থেকে তিন হচ্ছেন। মা-বাবার পর তিনি প্রথম খবর জানান ধারাবাহিকের প্রযোজক যিশু-নীলাঞ্জনাকে। তারপর থেকেই নাকি তাঁদের কড়া পাহারায় প্রীতি। গর্ভবতী অবস্থাতেই স্বামীর সঙ্গে সিসিএল ক্রিকেট লিগ দেখতে বেঙ্গালুরু পৌঁছেছিলেন তিনি। সেখানে উত্তেজনায় একটু লাফালাফি করলেই নীলাঞ্জনার থেকে বকুনি খেয়েছেন!