অনুরাগ কাশ্যপ, তাপসী পান্নু, বিকাশ বেহল সহ একাধিক জায়গায় আয়কর দফতরের হানা

আয়কর দফতর হানা দিল পরিচালক অনুরাগ কাশ্যপ, বিকাশ বেহল, এবং অভিনেত্রী তাপসী পান্নু, মধু মন্টেনা-র বাড়িতে। অনুরাগ কাশ্যপ প্রোডাকশন হাউজ ফ্যান্টম ফিল্মের সঙ্গে সম্পর্কিত কোনও বিষয় নিয়ে জেরা করতেই এই অভিযান চালিয়েছে আয়কর দফতরের কর্তারা৷ মুম্বই পুনে মিলিয়ে মোট ২০টি জায়গা আয়কর বিভাগের এই অভিযান চলছে৷ অভিযান চালানো হয়েছে মধু মন্টেনার সংস্থা কওয়ানেও৷ ২০১৮ সালে বন্ধ হয়ে যায় অনুরাগ, বিকাশদের প্রযোজনা সংস্থা ‘ফ্যান্টম ফিল্মস’। সূত্রের খবর, সেই সংস্থার আর্থিক লেনদেনের বিষয়েই আয়কর দফতরের এই তল্লাশি। ‘ফ্যান্টম’ ছাড়াও প্রযোজনা সংস্থা ‘রিলায়েন্স এন্টার্টেইনমেন্ট’-এর প্রধান কার্যনির্বাহী আধিকারিক শিবাশিস সরকারের একাধিক বাড়িতে হানা দেন আয়কর আধিকারিকরা। মুম্বইয়ের তারকাদের জনসংযোগ বিষয়ক দু’টি সংস্থার দুই প্রধানের বাড়িতেও হাজির হয়েছেন তাঁরা। মুম্বইয়ে অনুরাগ কাশ্যপ, বিক্রমাদিত্য মোতওয়ানে, প্রযোজক মধু মন্টেনা ও বিকাশ বেহল এক জোটে তৈরি করেছিলেন প্রযোজনা সংস্থা ‘ফ্যান্টম ফিল্মস’। ২০১৫ সালের মার্চ মাসে এই প্রযোজনা সংস্থার ৫০ শতাংশ অংশিদারিত্ব কিনে নেয় ‘রিলায়েন্স এন্টার্টেইনমেন্ট’। কিন্তু ২০১৮ সালে বিকাশ বেহলের বিরুদ্ধে ‘ফ্যান্টম’-এরই এক প্রাক্তন কর্মী যৌন নিগ্রহের অভিযোগ আনেন। তার পরেই সেই সংস্থার ঝাঁপ বন্ধ হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *