টলিপাড়ায় একই দিনে মুক্তির ফেল দুই ছবি। একদিকে যেমন অভিনেতা জিৎ-লহমার অভিনীত ছবি ‘রাবণ’ অন্যদিকে অভিনেতা দেব-রুক্মিনীর অভিনীত ছবি ‘কিশমিশ’। এই দুই ছবি নিয়েই তোলপাড় নেটদুনিয়া। প্রথম দিনে ভালোই সাড়া ফেলেছে দুই জনপ্রিয় অভিনেতার ছবি ‘রাবণ’ – ‘কিশমিশ’। একদিকে ভালোবাসার এক অন্য গল্প নিয়ে তৈরি দেব-রুক্মিনীর ছবি ‘কিশমিশ’, আর অন্যদিকে এক কমার্শিয়াল ধারার ছবি নিয়ে তৈরি হয়েছে ‘রাবণ’। দুই অভিনেতার অসাধারণ অভিনয় দর্শকদের আরও বেশি হলমুখী করে তুলেছে। রাহুল মুখার্জীর পরিচালনায় ছবি ‘কিশমিশ’ এ দেব রুক্মিণী ছাড়াও অভিনয় করছেন অঞ্জনা বসু, খরাজ মুখার্জী, জুন মালিয়া, কমলেশ্বর মুখার্জী প্রমুখেরা। অন্যদিকে ‘রাবণ’ ছবিতে অভিনেতা জিৎ ও লহমা ছাড়াও দেখা যাবে তনুশ্রী চক্রবর্তীকে। পুলিশের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে ছবিতে।