পরিচালক রাজ চক্রবর্তী বড়দিনে প্রকাশ্যে আনলেন ‘হোক কলরব’ সিনেমার টিজার ৷ যেখানে ধরা পড়ল শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিংয়ের টুকরো ঝলক। রাজ চক্রবর্তী এদিন ছবির টিজার পোস্ট করে লেখেন, ‘মুখচোরা প্রতিবাদ নয়, এবার হোক কলরব।’ টিজারের শুরুতেই দেখা যায়, এক ছাত্র হোস্টেলের ছাদে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে ৷ তারপরেই মরণ ঝাঁপ ৷ প্রতিবাদে জ্বলে ওঠে গোটা বিশ্ববিদ্যালয় চত্বর ৷ শুরু হয় ছাত্র বনাম পুলিশের খণ্ডযুদ্ধ। পুলিশের পোশাকে এক ঝলক নজরে আসেন অভিনেতা রোহন ভট্টাচার্য ৷ বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ সামলাতে যখন বাকি পুলিশ অফিসাররা হিমশিম খাচ্ছেন তখন আসরে আসেন পুলিশ অফিসার ক্ষুদিরাম চাকি ৷ এই চরিত্রে নজর কাড়েন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় ৷ ছাত্রনেতা হিসাবে দেখা মেলে জন ভট্টাচার্য ও ওম সাহানির মতো অভিনেতার ৷ প্রথম ঝলকেই বোঝা যাচ্ছে, ছবি জুড়ে যেমন অ্যাকশন, টান টান সংলাপ থাকছে তেমনই থাকছে সমাজের বেড়ে চলা কঠিন রোগ ব়্যাগিংয়ের বিরুদ্ধে ভীষণ রকম প্রতিবাদ ৷ রাজ চক্রবর্তী পরিচালিত সিনেমায় প্রযোজনার দায়িত্বে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মুখ্য ভূমিকায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়, রোহন ভট্টাচার্য, ওম সাহানি, অভীকা মালাকার-সহ আরও অনেককে ৷ চলতি বছরের অগস্ট মাসে এই ছবির ঘোষণা করেছিলেন পরিচালক। সিনেমার চিত্রনাট্য সত্য ঘটনা অবলম্বনেই তৈরি হয়েছে বলেই জানা যাচ্ছে। নতুন বছর অর্থাৎ 2026 সালের 23 জানুয়ারি, সরস্বতী পুজোর দিন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে হোক করলব ৷