ভালবাসার ছবি শেয়ার করলেন রাজ-শুভশ্রী

ছোট্ট ইউভানের জন্মের পর থেকেই পেজ থ্রির চর্চায় আরও বেশি করে উঠে আসতে শুরু করেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। জন্মের পর মা-বাবার মতোই সেলিব্রিটি হয়ে ওঠে ইউভান। পঞ্চমীর সকালে নিজেদের ছবি শেয়ার করলেন ‘রাজশ্রী’। টলিউডের জনপ্রিয় জুটির সেই আদর মাখা ছবি দেখে তাঁদের ভালবাসা জানাতে শুরু করেন তাঁদের অনুরাগীরা। কালো রঙের পোশাক পরে ছবি শেয়ার করতে দেখা যায় রাজ-শুভশ্রীকে।  নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেন শুভশ্রী। অনুরাগীদের ভালবাসা জানানোর পাশাপাশি তারকারাও ভালবাসা জানাতে শুরু করেন রাজ-শুভশ্রীকে। সেই তালিকায় যুক্ত হয় জনপ্রিয় গায়িকা আকৃতি কক্করের নাম।  অন্যদিকে শুভশ্রীর দিদি দেবশ্রীও মন্তব্য করেন তাঁদের ছবিতে।  ”আমার নানহা শিবের মম-ড্যাড” বলে মন্তব্য করেন দেবশ্রী। সবকিছু মিলিয়ে পুজো শুরুর আগে রাজ-শুভশ্রীর ছবি প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। 

View this post on Instagram

🖤🖤🖤 @rajchoco

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *