গতবছর মুক্তি পেয়েছিল রাজ-ডিকের ‘দ্য ফ্যামিলিম্যান’ সিজন টু, যা অনেকটাই সাফল্য অর্জন করেছিল ওটিটি প্লাটফর্মে। গত বছর থেকেই শোনা যাচ্ছিল বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও তাঁর পরবর্তী কাজ তাদের সাথেই করবেন। ঠিক তাই হল, অভিনেতা নিজেই তাঁর সোশ্যাল মিডিয়াতে রাজ-ডিকের সাথে ছবি ছেড়ে তা জানিয়ে দিলেন। খবর সূত্রে জানা গিয়েছে অভিনেতা রাজকুমার রাও নেটফ্লিক্সে নতুন সিরিজের জন্য শুট করছেন। সিরিজে দেখা যাবে দিলজিৎ দোসাঞ্জ-কেও। এর আগে ‘স্ত্রী’ ছবিটির চিত্রনাট্য লিখেছিলেন রাজ-ডিক। অভিনেতা রাজকুমার রাও-এর এটি প্রথম সিরিজ তাছাড়া তাঁর হাতে এখন রয়েছে বেশ কিছু কাজ।