চলতি বছর মে মাসে জরায়ুতে টিউমর ধরা পড়ে রাখি সাওয়ান্তের। অস্ত্রোপচারও হয় তাঁর। সেই অস্ত্রোপচারের কারণেই নাকি আর কখনও মা হতে পারবেন না রাখি। এই খবর শোনা মাত্রই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর জীবনের ট্র্যাজেডি তুলে ধরেছেন রাখি সাওয়ান্ত। তিনি বলেন, ‘আমাকে বলা হয়, আমি আর মা হতে পারব না। অস্ত্রোপচারের পর চিকিৎসকরা আমাকে এই খবর জানান। এ খবর শুনে মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। কষ্ট দিলেও তা আমাকে গ্রহণ করতে হবে। আমাকে বাঁচতে হবে’। রাখি সাওয়ান্ত জানান, “আমি অসুস্থ হওয়ার পর প্রথমে ডাক্তাররা বললেন, ‘আমার হার্ট অ্যাটাক হয়েছে।’ নানারকম ওষুধপত্র দিলেন। এরপর সারা শরীর পরীক্ষা করলেন। রিপোর্ট আসার পর দেখা যায়, আমার জরায়ুতে বিশাল একটি টিউমার। ডাক্তারদের ভাষ্য অনুযায়ী, টিউমারের সাইজ ১০ সেন্টিমিটার। এটা দেখে সবাই হতবাক।” অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের মাধ্যমে রাখির জরায়ু কেটে ফেলা হয়েছে। রাখি জানান যে তাঁর চিকিৎসার সব খরচ বহন করেছেন সলমান খান। রাখি বলেন, “আমার চিকিৎসার জন্য অনেকটা খরচ সলমন খান দিয়েছেন। সলমন বরাবরই আমার পাশে দাঁড়িয়েছেন। ওঁর মতো মানুষ হয় না।”