রণবীর কাপুরের প্রাক্তন ও বর্তমানকে নিয়ে এবার এক স্ক্রিনে দেখা যাবে। গত বছরই দুই ধামাকাদার ছবি ‘গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ ও ‘বৈজু বাওরা’-র কথা ঘোষণা করেছিলেন পরিচালক সঞ্জয় লীলা বনশালী। গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি-র মুখ্য ভূমিকায় আলিয়া ভাট ইতিমধ্যেই শুটিং শুরু করেছেন। এবার শোনা যাচ্ছে, বৈজু বাওরা-র মুখ্য ভূমিকায় রণবীর কাপুরকে বেছে নিয়েছেন পরিচালক। আর অভিনেত্রী হিসেবে সঞ্জয়ের নজরে আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোন। বৈজু ও তানসেনের মধ্যে দ্বন্দ্ব নিয়েই ছবির গল্প তৈরি করেছেন পরিচালক। তবে তানসেনের চরিত্রে কাকে নেবেন সঞ্জয় লীলা বনশালী তা এখনও ঠিক হয়নি। রণবীরের সঙ্গে ইতোমধ্যে চুক্তিও হয়ে গিয়েছে বলে জোর গুঞ্জন বলিউডে। জানা গিয়েছে, ‘এই ছবিটি চারটি চরিত্রের ছবি। দুই নায়ক ও দুই নায়িকার। দুই নায়িকা হিসেবে সঞ্জয় লীলা বনশালী আলিয়া ও দীপিকাকে বেছে নিয়েছেন। দুই নায়িকাকেই স্ক্রিপ্ট পড়ে শুনিয়েছেন তিনি। প্রত্যেকেই নিজেদের চরিত্র শুনে দারুণ খুশি। মীনা কুমারীর চরিত্রে দেখা যাবে আলিয়াকে। দীপিকা আরেকজন মুখ্য নায়িকা। পিরিয়ড এই গাঁথায় রণবীরের দুই নায়িকার সঙ্গেই প্রেমের সম্পর্ক হবে।…’