কোভিড আক্রান্ত হলেন অভিনেতা রণবীর কাপুর। নীতু কাপুর নিজের সোশ্যাল হ্যান্ডেলে রণবীর কাপুরের অসুস্থতার কথা প্রকাশ করেন। আপাতত রণবীর গৃহবন্দি। চিকিৎসকের পরামর্শ মতো চলছেন। নিয়মিত যোগ করছেন। সবকিছু মিলিয়ে শিগগিরই সুস্থ হয়ে ফের রণবীর শ্যুটিং ফ্লোরে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেন অভিনেতার মা। পাশাপাশি রণবীর যাতে শিগগিরই সুস্থ হয়ে ওঠেন, তার জন্য অনুরাগীরা এবং শুভানুধ্যায়ীরা যেভাবে প্রার্থনা করছেন, তার জন্যও প্রত্যেককে ধন্যবাদ জানান নীতু কাপুর।
https://www.instagram.com/p/CMMBu7pAU4Y/?utm_source=ig_embed