এক মাথা টাক, পাকা চুল দাঁড়ি নিয়ে প্রকাশ্যে এলেন রণবীর কাপুর। এক ধাক্কায় যেন অনেকটা বেড়ে গিয়েছে আর কে-র বয়স। এমন রূপে রণবীরকে দেখে হতবাক অনুরাগীরা। তবে এই রূপ ধারণ করার পেছনে রয়েছে একটি বিজ্ঞাপন। নতুন একটি বিজ্ঞাপনের জন্যই নতুন লুকে হাজির হন রণবীর কাপুর। রণবীর কাপুরের নিজস্ব কোনও সোশ্যাল হ্যান্ডেল নেই। তবে তাঁর ফ্যান পেজের তরফে শেয়ার করা হয় ওই ছবি।
https://www.instagram.com/p/CLYW6GqBJJb/?utm_source=ig_web_copy_link