যে কোনও সময়ে দ্বিতীয় সন্তানের জন্ম দিতে পারেন করিনা কাপুর খান। ছোট মেয়ে এবং তাঁর হবু সন্তানের সুস্থতা কামনা করে চার্চে প্রার্থনা করতে দেখা গেল রণধীর কাপুর এবং ববিতা কাপুরকে। কিছুদিন আগেই রণধীর কাপুর জানিয়েছিলেন, চিকিৎসকরা করিনার দ্বিতীয় সন্তানের জন্মের জন্য ১৫ ফেব্রুয়ারি ডেট দিয়েছেন। এখন জানা যাচ্ছে, যে কোনও দিন, যে কোনও সময়ে ভূমিষ্ঠ হতে পারে করিনার সন্তান। তার আগে মাউন্ট মেরি চার্চে প্রার্থনা করতে দেখা গেল রণধীর কাপুর এবং ববিতা কাপুরকে।