প্রায় বছর দুয়েক পর শুটিং ফ্লোরে নাকি ফিরছেন অভিনেত্রী রানি মুখার্জি, জোর খবর বলিপাড়ায়। শোনা যাচ্ছে, পরিচালক সোনালি বোসের নির্দেশনায় আরও একবার ক্যামেরার সামনে দেখা যাবে অভিনেত্রীকে। সূত্রের খবর, এই ছবি নাকি পুরোপুরি পারিবারিক ঘরানার হতে চলেছে। আরও খবর, পরিবার কেন্দ্রিক এই ছবির পরতে পরতে নাকি ছুঁয়ে থাকবে আবেগ। চলতি বছরের সেপ্টেম্বরেই নাকি শুটিং শুরু করে দেবেন রানি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে মুক্তি পেতে পারে এই ছবি।