দুর্ঘটনার কবলে পড়লেন বলিউড অভিনেতা রনবীর সিং। স্টুডিও থেকে ডাবিং সেরে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে। জানা যাচ্ছে, এ দিন ডাবিং স্টুডিও থেকে বেরিয়ে নিজের মার্সিটিজ বেঞ্চের গাড়িতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রনবীর। একটি বাইক আচমকাই তাঁর গাড়ির পিছনে এসে ধাক্কা মারে। গাড়ি থামিয়ে রাস্তায় নেমে পড়েন রনবীর। নিমেষে ভিড় জমে যায় রাস্তায়। এরপর গাড়ির পিছনে গিয়ে খতিয়ে দেখেন অবস্থা। ক্ষতির পরিমাণ খুবি কম হওয়ায় ফের গাড়িতে উঠে গন্তব্যে রওনা হন। এই সম্পূর্ণ ঘটনা ধরা পড়েছে পাপারাৎজিদের ক্যামেরায়। তাঁরা ভিডিওটি শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এ দিন রনবীর সিংকে দেখা গিয়েছে কালো টি-শার্ট, ওপরে সোয়েট শার্ট এবং শর্টস, কালো টুপি এবং পিঙ্ক স্নিকার্সে। সম্ভবত কবির খানের ‘৮৩’-র জন্য ডাবিং করতে গিয়েছিলেন তিনি।