অনেক বছর পর আবার একসঙ্গে কাজ করছেন অনিল কাপুর এবং রণবীর সিং। বেশ কয়েক বছর আগে পরিচালক জোয়া আখতারের ‘দিল ধড়কনে দো’-তে এই দুই অভিনেতাকে একসঙ্গে দেখা গিয়েছিল। বাবা-ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন তাঁরা। পর্দায় তাঁদের রসায়ন দর্শক দারুণ উপভোগ করেছিল। অনেক বছর পর অনিল কাপুরের মত সিনিয়র অভিনেতার সঙ্গে কাজ করতে পেরে স্বাভাবিকভাবে খুশি রণবীর সিং। অনিল কাপুরের সঙ্গে ছবি পোস্ট করে আপ্লুত রণবীর লিখেছেন, “কীভাবে কৃতজ্ঞতা জানাব তা বুঝতে পারছি না। এটা আমার খুব গর্বের মুহূর্ত। বড় পর্দায় আমার অন্যতম আদর্শের সঙ্গে কাজ করতে পেরে আমার দারুণ লাগছে। অনিল স্যর, হিন্দি সিনেমার অন্যতম সূক্ষ্ম অভিনেতা। ওঁর মত বড় মাপের অভিনেতার সঙ্গে সম্পর্কটা আমি তারিয়ে তারিয়ে উপভোগ করি।” রণবীর সিং এবং অনিল কাপুর ফের জুটি বেঁধেছেন ঠিকই, কিন্তু তা কোনও ছবির জন্য কি না তা স্পষ্ট করেননি দু’জন অভিনেতার কেউই। তবে কোনও এক প্রজেক্টে তাঁরা একসঙ্গে কাজ করলেন।
https://www.instagram.com/p/CNHJPZZBd4h/?utm_source=ig_web_copy_link