গুরুত্বর অভিযোগ নিয়ে আইনের দ্বারস্ত হলেন বলিউড অভিনেতা রণবীর সিং। AI দিয়ে বানানো তার নকল ভিডিওর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন বাজিরাও। রণবীরের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। একটি বিবৃতি জারি করে মুখপাত্র বলেছেন, ‘হ্যাঁ, আমরা পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছি এবং রণবীর সিংয়ের এআই-জেনারেটেড ডিপফেক ভিডিওর প্রচারকারী হ্যান্ডেলের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।’ অভিযোগ দায়ের করা ছাড়াও, রণবীর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার অনুগামীদের সতর্ক করেছেন এবং লিখেছেন, ‘বন্ধুরা, ডিপফেক এড়িয়ে চলুন।’ ডিপফেক ভিডিওতে, রণবীরকে একটি রাজনৈতিক দলকে সমর্থন করতে দেখা গেছে। এই ভিডিওটি রণবীরের সাম্প্রতিক বারাণসী সফরের যেখানে তিনি শহর সম্পর্কিত তার অভিজ্ঞতাগুলি ভাগ করে নিচ্ছেন। ডিপফেক ভিডিওতে, রণবীরকে বলতে দেখা গেছে – ‘মোদীজির লক্ষ্য আমাদের দুঃখজনক জীবন উদযাপন করা। আমাদের যন্ত্রণা, আমাদের বেকারত্ব এবং আমাদের মুদ্রাস্ফীতি। কারণ আমরা, ভারত, এখন এত গতিতে অন্যায়ের যুগের দিকে এগোচ্ছি, কিন্তু আমাদের উন্নয়ন ও ন্যায়বিচার দাবি করতে ভুলে গেলে চলবে না। তাই চিন্তা করে ভোট দিন। তবে এই ভিডিও যে সর্বৈব মিথ্যে তা সাফ জানিয়ে দিয়েছেন রণবীর।