করোনায় আক্রান্ত বলিউড অভিনেতা রণবীর শোরে। অভিনেতা নিজেই টুইট করে এই খবর জানান। করোনায় আক্রান্ত হলেও, তাঁর উপসর্গ একেবারে মৃদু। তাই চিন্তা করার প্রয়োজন নেই বলে জানান রণবীর। উপসর্গ মৃদু হওয়ায় বাড়িতেই তিনি কোয়ারেন্টিনে রয়েছেন তিনি।
I have tested positive for #COVID19. Symptoms are mild. Am quarantining.