বছরের প্রথম দিনে স্বামী সৃজিত মুখোপাধ্যায় এবং মেয়ে আইরার সঙ্গে ছবি শেয়ার করলেন রাফিয়াত রশিদ মিথিলা। ‘রশিদ, মুখোপাধ্যায়, খান’ বলে নিজেদের ছবি শেয়ার করেন মিথিলা। ক্রিসমাস বাংলাদেশে কাটালেও, সেখান থেকে সমস্ত কাজ মিটিয়ে নতুন বছরের আগে কলকাতায় ফেরেন মিথিলা এবং আইরা। মিথিলা কলকাতায় ফেরার পর তাঁদের নিয়ে নতুন বছরের উৎসব, আনন্দে মেতে ওঠেন পরিচালক সৃজিত। রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়ের আমন্ত্রণে মেয়ে আইরাকে নিয়ে রাজশ্রীর বাড়িতে হাজির হন সৃজিত, মিথিলা। রাজ, শুভশ্রীর বাড়িতে নতুন বছরের পার্টিতে হাজির হয়ে একের পর এক ছবি শেয়ার করেন অভিনেত্রী মিথিলা। ছোট্ট ইউভানকে দেখে তাঁরা খুব খুশি বলেও জানান সৃজিত, মিথিলা। নতুন বছরে রাজ-শুভশ্রীর সঙ্গে দেখা করার পর সেই ছবি শেয়ারের পাশাপাশি নিজেদের ছবিও শেয়ার করেন এই জুটি।