গ্লাস পেইন্টিংসে সত্যজিৎ রায় ও তাঁর অমর সৃষ্টি

সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে গ্লাস পেইনটিং এর মাধ্যমে তাঁরই নানা সৃষ্টি ফুটিয়ে তুললেন পেশায় শিক্ষিকা পল্লবী সিংহ রায়। এই বছরটা বিশ্ব বরেণ্য চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় এর জন্ম শতবার্ষিকী। করোনা কালে খুব বড় অনুষ্ঠান করা না গেলেও, ব্যাক্তিগত উদ্যোগে বেশ কিছু অন্যরকম উদ্যোগ নজর কেড়েছে। এর মধ্যে পল্লবী সিংহ রায় গ্লাস পেন্টিংসে সত্যজিৎ এর অমর সৃষ্টির বেশ কিছু নিদর্শন তুলে ধরলেন। সেই পেইন্টিং শিল্পী নিজেই সন্দীপ রায়ের হাতে তুলে দিলেন। শিল্পী পল্লবী তাঁর ছবিতে “রোদ্দুর” নামেই পরিচিতি দেন। ছবিগুলোর মধ্যে পথের পাঁচালীর  অপু-দুর্গার বৃষ্টি ভেজার দৃশ্য, গুপী-বাঘার এক সঙ্গে গান গাওয়ার মুহূর্ত, জয় বাবা ফেলুনাথ এর ভেল্কির খেল দেখানোর বোর্ড এর ডিজাইন, আর অন্যটি সত্যজিতের একটা মুখের প্রতিকৃতি গ্লাসের উপর নানা রঙে ফুটিয়ে তুলেছেন পল্লবী। এই বিশেষ বছরে এমন উপহার পেয়ে বেশ খুশি স্বয়ং সন্দীপ রায়।তিনি জানালেন,” খুব ভালো লাগলো।গ্লাস পেন্টিংস যে আগে দেখিনি তেমনটা নয়।কিন্তু বাবাকে নিয়ে এমন কাজ এই প্রথম হলো।এই কাজ গুলো একদম অন্যরকমের।বাবাকে নিয়ে এরকম কাজ পল্লবী আগামী দিনেও করুক আমার আগাম শুভেচ্ছা রইল।এরকম কাজ একত্রে এনে প্রদর্শনীও করা যায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *