প্রথমবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন রিচা চাড্ডা এবং ‘স্ক্যাম ১৯৯২’ খ্যাত প্রতীক গান্ধী। লেখক বিকাশ স্বরূপের লেখা ‘সিক্স সাসপেক্টস’-এর উপর ভিত্তি করে তৈরি হচ্ছে ওয়েব সিরিজ। এই সিরিজেই একসঙ্গে দেখা যাবে রিচা এবং প্রতীককে। পরিচালক তিগমাংশু ধুলিয়ার নেতৃত্বে শুরু হল সিরিজের শুটিং। বহুদিন ধরে সিরিজের কাস্টিং সম্পর্কে মুখ খোলেননি গোটা টিম। রিচা ভিডিও ক্যাপশনে লেখেন, ‘খুব উচ্ছ্বসিত নিজের বাকেট লিস্টে টিক মার্ক করতে পেরে। আমার পছন্দের তালিকার পরিচালকের সঙ্গে জুটি বাঁধতে পেরে। নিজের কেরিয়ারের শুরু করেছিলাম ওর সঙ্গে অভিনয় করে (গ্যাঙ্গস অফ ওয়াসিপুর)। হ্যাপি স্টোরি টেলিং ডে, তিগমাংশু ধুলিয়া।’