কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে নির্বাচিত হল ঋদ্ধি সেন পরিচালিত ছোট ছবি। নবারুণ ভট্টাচার্যের কাহিনী অবলম্বনে এই ছোট তৈরি করেন ঋদ্ধির। ছবির নাম ‘কোল্ড ফায়ার’। ক্যালাইডোস্কোপ প্রোডাকশন এই ছবির প্রযোজনা করেছে। ছবিতে ভবিষ্যত পৃথিবীর এক ডার্ক কমেডি গল্প তুলে ধরেছেন ঋদ্ধি। ছবিতে দেখানো হয়েছে ২০২৯-এ রিয়েল এস্টেট জগতের জনপ্রিয় মুখ কে. পি সরকারের কাছে ‘কোল্ডফায়ার’ নামের এক রহস্যময়ী গ্যাজেট বিক্রি করতে আসে জি.বি. নামের এক সেলস্ম্যান। তার বক্তব্য, মানুষের শেষকৃত্যকে আরো সমৃদ্ধ আর উন্নত করার জন্য আবিষ্কার করা হয়েছে ‘কোল্ডফায়ার’। ‘কোল্ডফায়ার’ একটি ডিসটোপিয়ান ডার্ক কমেডি, যা বহুযুগ ধরে চলে আসা আমাদের সমাজের ক্লাস স্ট্রাগেলের কথা অচিরেই তুলে ধরবে। ছবিতে মুখ্য দুই চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন ও সোমক ঘোষ। বিশেষ এক চরিত্রে আছেন রেশমি সেন। ঋদ্ধির এই ছবি ঘিরে প্রত্যাশা ইতিমধ্যেই দানা বেঁধে চলেছে দর্শকদের। ছবির চিত্রনাট্য লিখেছেন অনিরুদ্ধ দাশগুপ্ত ও ঋদ্ধি স্বয়ং। ক্যামেরায় তিয়াস সেন, সম্পাদনা করেছেন সুমিত চৌধুরী এবং সঙ্গীত পরিচালনায় প্রবুদ্ধ ব্যানার্জী। ছবিটি ১১ ই জানুয়ারি কোলকাতা ইনফরমেশন সেন্টারে সকাল ১১.১৫ থেকে এবং ১৫ ই জানুয়ারি শিশির মঞ্চে সকাল ১১.১৫ থেকে দেখানো হবে।