ফের একবার বাংলা ছবিতে অভিনয় করছেন অভিনেত্রী ঋত্বিকা সেন। ছবির নাম, ‘কোথায় তুমি’। নতুন এক নায়কের সঙ্গে অভিনেত্রী ঋত্বিকা সেন জুটি বাঁধছেন এই ছবিতে। ঋত্বিকার বিপরীতে দেখা যাবে টাব্বুকে। ছবিটি পরিচালনা করেছেন অ্যান্থনি জেন। জানা গেছে, এক নির্মম সমাজ ব্যাবস্থার কথা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এই ছবির মাধ্যমে। ঋত্বিকা ও টাব্বু ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায় ছাড়া অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। ইতিমধ্যে মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। ছবির ট্রেলার থেকেই বোঝা গেছে ছবিটি একটি থ্রিলারধর্মী ছবি।