দীর্ঘ দশ মাস পর কাজে ফিরলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। পরিচালক সানি রায়-এর পরবর্তী হিন্দি ছবি ‘সল্ট’-এ দেখা যাবে টলিউডের এই প্রথম সারির অভিনেত্রীকে। আজ কলকাতার এক পাঁচতারা হোটেলে এই ছবির প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছিল। সেখানেও উপস্থিত ছিলেন ঋতুপর্ণা। পরিচালক থেকে স্টারকাস্ট,ছবির গোটা টিম বাঙালি। ছবির শুটিংও হবে কলকাতা এবং দার্জিলিং এ। আজ থেকেই শুটিং শুরু ‘সল্ট’ এর। একেবারে অন্য ধরণের একটি গল্পের জন্য ঋতুপর্ণা সেনগুপ্ত ও চন্দন রায় সান্যালকে বেছে নিয়েছেন পরিচালক।দুজনেই ফাইন অ্যাকটর। তাই তাঁদের আনকনভেনশনাল কেমিস্ট্রি অন্য মাত্রা আনবে বলে মনে করেন সানি।ঋতুপর্ণা-চন্দন ছাড়াও ছবিতে গুরুত্ত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন শুভম এবং ঈশান মজুমদার। চন্দনকে ছবিতে দেখা যাবে শঙ্করের ভূমিকায়। ঋতুপর্ণার চরিত্রের নাম মায়া। শঙ্কর ভীষনই ইন্ট্রোভার্ট ব্যক্তি হওয়া সত্বেও প্রেমে পড়েন তাঁর বসের বান্ধবীর সঙ্গে। অন্যদিকে মায়া বেশ প্রানোচ্ছল ও প্রাণবন্ত। দুজনের যেদিন আলাপ সেদিন শঙ্কর একটি মিথ্যে বলেন মায়াকে। সেই মিথ্যে কেমন ভাবে যেন বদলে দেয় ওদের জীবন। কিন্তু ঠিক কেন সেই মিথ্যে শোনার পরে শঙ্করের প্রতি আরও আকর্ষণ বেড়ে যায় মায়ার? সেটা অবশ্য জানা যাবে ছবির গল্পে। ঋতুপর্ণা জানান “দারুন গল্প।একেবারে অন্য রকম আনকনভেনশনাল একটা প্রেমের গল্প। এই সময় মহিলাদের সাইকোলজি ঠিক কীভাবে কাজ করে সেটা দারুন ভাবে তুলে ধরবে এই ছবি। মায়া চরিত্র করতে পেরে আমি ভিষন এক্সাইটেড। “চন্দন জানান “অসাধারন টিমের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি সঙ্গে ন্যাশনাল আওয়ার্ড উইনার ঋতুপর্ণাও রয়েছে, আশা করছি দারুন একটা ছবি তৈরি হবে।”