আজ ঋত্বিকা সেনের জন্মদিন। এদিকে গত সাত দিন ধরে চেন্নাইতে আছেন তিনি। পরিচালক কে. এস অধিয়ামনের আগামী তামিল ছবি ‘কাদল কাদই সোল্লাভ’ ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করছেন ঋত্বিকা। ঋত্বিকার বিপরীতে গায়ক-নায়ক নকুল। যিনি ১৭ বছরে ধরে তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ। যাঁর ঝুলিতে ১২টি ছবি। তিনি প্লেব্যাক করেছেন ৯টি ছবিতে। অধিয়ামন এর আগে বলিউডে এক ফ্রেমে ধরেছিলেন শাহরুখ খান-মাধুরী দীক্ষিত-সলমন খানকে। জনপ্রিয় ‘হাম তুমহারে হ্যায় সনম’ ছবিতে। তামিল ছবির পাশাপাশি বাংলাতেও তাঁর ঝুলিতে একাধিক ছবি। খুব শিগগিরিই মুক্তি পেতে চলেছে নীহার দত্তের ‘আমার চ্যালেঞ্জ’। অনুরাগীদের রিটার্ন গিফট হিসেবে সেই ছবিরই লুক অভিনেত্রী আগাম পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। অভিনেত্রীর কথায়, ‘আমার চ্যালেঞ্জ’ আদ্যন্ত রোম্যান্টিক থ্রিলার। চরিত্রের পাশাপাশি লুকসেও দেখা যাবে নানা শেড। এই প্রথম বাংলা ছবিতে নায়িকাকে বিবাহিত ঘরোয়া বউয়ের রূপে দেখতে পাবেন দর্শক। সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা মাফিয়া রাজ এ ছবির পটভূমি। ‘কাদল কাদই সোল্লাভ’ একটি মিষ্টি প্রেমের ছবি। অ্যাকশনও থাকবে।