শোবিজ ছেড়ে ঈশ্বরের পথে চলার সিদ্ধান্ত নিলেন অভিনেতা সাকিব খান। অভিনয় এবং মডেলিং ছিল সাকিবের পেশা। কিন্তু তিনি এই পেশায় আর থাকতে চান না বলে ঘোষণা করেছেন। বিনোদন দুনিয়া থেকে এই স্বেচ্ছা নির্বাসনের কারণ সম্পূর্ণ ধর্মীয় বলে জানিয়েছেন তিনি। এদিন একটি ছবিতে ফেজ টুপি পরে কোরান শরিফ হাতে দেখা গিয়েছে তাঁকে। এ দিন কয়েকটি ছবি পোস্ট করার পাশাপাশি তিনি নিজের সিদ্ধান্তের কারণও ব্যাখ্যা করে একটি দীর্ঘ নোট লিখেছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সাকিব জানান, ‘আশা করি আপনারা ভাল আছেন। আমি শোবিজ ছেড়ে দিচ্ছি, সেই ঘোষণার জন্য এই পোস্ট। ভবিষ্যতে অভিনয় বা মডেলিংয়ে আমাকে আর দেখতে পাবেন না।’ তিনি আরও পরিষ্কার করে দেন, এমনটা নয় যে তাঁর হাতে কাজ নেই, তার জন্য এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন, তাঁর হাতে প্রচুর ভাল-ভাল প্রোজেক্ট আছে। আদতে এটি সর্বশক্তিমানের ইচ্ছা। তাঁর জন্য ঈশ্বরের অন্য পরিকল্পনা রয়েছে। রোডিজ খ্যাত রিয়েলিটি টিভি তারকা আরও বলেন, তিনি সর্বশক্তিমান আল্লাহ-র প্রতি কৃতজ্ঞ যে তিনি তাঁকে অনুতাপ করার এবং আন্তরিক ভাবে তাঁকে গ্রহণ করার সুযোগ দিয়েছেন। অভিনেতা অনুরাগীদের উদ্দেশে আরও বলেন, ইচ্ছা বা অনিচ্ছাকৃত ভাবে কারও মনে কোনও কষ্ট দিয়ে থাকলে তঁরা যেন তাঁকে ক্ষমা করে দেন। অভিনয়কে বিদায় জানানোর কারণ হিসেবে তিনি আরও বলেন, ‘আমি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিলাম, ইসলাম ধর্মের প্রতি খুব অবিচার করছিলাম। যদিও আমি প্রতি দিন নামাজ পড়তাম তবে শান্তি এবং আল্লাহর প্রতি মনোযোগ দিতে পারছিলাম না ঠিক ভাবে। তাই আমি আল্লাহর কাছে আত্মসমর্পন করছি। যে শান্তি এত দিন আমি খুঁজে বেড়াচ্ছিলাম, সেটা আমার সামনে ছিল, আমার বইতে। সেটি পবিত্র গ্রন্থ কোরান। পবিত্র গ্রন্থ কোরান মন দিয়ে পড়ার সময়ে আমি অনেক শান্তি এবং স্বস্তি অনুভব করি।’
https://www.instagram.com/p/CNO5kOXjN4M/?utm_source=ig_web_copy_link