এবার অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বনি সেনগুপ্ত। ছবির নাম ‘রবিনস কিচেন’। নাম থেকেই স্পষ্ট যে, কোনও রেস্তোরাঁ কিংবা কোনও ক্যাফেকে ঘিরেই আবর্তিত হতে চলেছে ছবির গল্প। তবে তাঁর সঙ্গে থাকবে সাসপেন্স এবং থ্রিলারও। এই ছবিতে বনি আর প্রিয়াঙ্কার পাশাপাশি দেখা যাবে শান্তনু নাথ, কেশব ভট্টাচার্য এবং সাশ্রীক গঙ্গোপাধ্যায়কে। ‘রবিনস কিচেন’ ছবির চিত্রনাট্য লিখেছেন সাশ্রীক গঙ্গোপাধ্যায়। সঙ্গীত পরিচালনা করেছেন অর্ণব চক্রবর্তী, সম্পাদনা করেছেন সায়ন্তন নাগ। আসলে এই ছবির কেন্দ্রবিন্দুতে রয়েছেন রবিন নামে এক মধ্যবিত্ত পরিবারের যুবক। ছোটবেলা থেকে মায়ের হাতের রান্না খেতে ভালবাসত সে। এমনকী, বড় হয়ে রেস্তোরাঁ খোলার স্বপ্নও ছিল তার দু’চোখে। ইচ্ছা ছিল, মায়ের হাতের বিশেষ পদগুলিও রাখা হবে তার রেস্তোরাঁয়। গল্প এগোতে দেখা যায়, ধীরে ধীরে স্বপ্ন সফল করে বন্ধুদের সঙ্গে মিলে একটি ক্যাফে খোলে রবিন। সেখানে তার আলাপ হয় নীহারিকার সঙ্গে। দু’জনের মধ্যে ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে। সবই ঠিক ছিল, কিন্তু তাদের জীবনে ঝড় নিয়ে আসে রাজনৈতিক নেতা অরিত্র। সে আবার রবিনের রেস্তোরাঁর জমি হাতানোর ছক কষতে শুরু করে। কিন্তু তাতে ব্যর্থ হয়। এদিকে ব্যবসার উন্নতির জন্য রবিনকে বাইরে যেতে হয়। অরিত্র তাঁর শাগরেদদের সঙ্গে মিলে নীহারিকার জীবন দুর্বিষহ করে তোলে। রবিন এসে সমস্ত কিছু জানতে পারে। এরপর রবিন কি করে তা জানতে হলে দেখতে হবে ‘রবিনস কিচেন’।