সম্প্রতি বাংলার মাটিতে পা দিলেন বাঙালি অভিনেতা রণিত রায়। তাঁর আগামী ছবি ‘মা’-র শ্যুটিং করতেই বাংলায় আসা অভিনেতার। সেই ছবির শ্যুটিং হবে বর্ধমান ও শান্তিনিকেতনে। সম্প্রতি পূর্ব বর্ধমানের আউশগ্রামের রাজবাড়িতে শুটিং করেন তাঁরা। এরপরেই চলে যান শান্তিনিকেতনে। সেখানে পৌঁছেই প্রথমে কঙ্কালীতলায় পুজো দেন অভিনেতা। মন্দিরের এক গুচ্ছ ছবি পোস্ট করেছেন রণিত নিজেই। তিনি বলেন, ‘মা কালী ও ভোলেবাবা আমাকে টেনে এনেছেন, তাই আমি এসেছি। আহা কী সুন্দর ভাবে পুজো দিলাম! মায়ের মন্দিরে পুজো দেব। আমি লাইনে দাঁড়িয়েছিলাম। হঠাৎই কোথা থেকে একজন উদয় হলেন, আমাকে সোজা নিয়ে গেলেন মায়ের কাছে। পুরোহিত মশাই পুজো নিলেন। মনে হচ্ছিল, ভোলেবাবা আমার জন্যই গোটা মন্দিরটা খুলে দিয়েছেন। যদিও সেই সময় বাইরে অনেকে লাইনে দাঁড়ানো। আমি আমার পুজো শেষ করলাম, এ ছাড়াও অনুরাগীদের কাছ থেকে এত ভালোবাসা পেলাম, সেটাও প্রাপ্তি। জয় মা কালী, জয় মহাদেব।’ কলকাতা এয়ারপোর্ট থেকে বর্ধমান যাওয়ার সময় রাস্তা থেকে ঝালমুড়ি ও মাটির ভাঁড়ে চা খেয়েছেন অভিনেতা। কলকাতায় পা রেখেই নস্টালজিয়ায় ভুগছেন অভিনেতা।