বাগদান সেরে ফেলবেন রুদ্রজিৎ-প্রমিতা

আংটি বদল সেরে ফেললেন প্রমিতা-রুদ্রজিৎ। বেশ কয়েকদিন ধরেই টেলিভিশনের এই জনপ্রিয় জুটির বাগদান পর্ব, বিয়ে নিয়ে গুঞ্জন শুরু হয়। সেই অনুযায়ী জানা যায়, ভ্যালেন্টাইনস ডে-তেই প্রমিতা, রুদ্রজিৎ আংটি বদল সেরে ফেলবেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ীই ১৪ ফেব্রুয়ারি পরিবার ঘনিষ্ঠদের হাজিরায় আংটি বদল সেরে ফেলেন রুদ্রজিৎ-প্রমিতার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *