জীবনের প্রথম রুটি বানালেন রুক্মিনী

রুক্মিনী মৈত্র তাঁর জীবনের প্রথম রুটি বানালেন। ‘সুইৎজারল্যান্ড’-এর সেটেই তাঁকে বানাতে হল জীবনের প্রথম রুটিটাও। সেই রুটির গড়ন দেখে নিজেই ভিরমি খাচ্ছেন অভিনেত্রী। রুটিটা পুড়ে গেলেও এক অদ্ভুদ চেহারা ধারণ করেছে। রুটিটা এমনভাবে পুড়েছে যে, মনে হচ্ছে সেটি কারও মুখ । একদম যেন মানুষের দু’টো চোখ, একটা নাক আর একটা ঠোঁটের জায়গা বুঝে পুড়েছে রুটিটা । দেখে তো হতভম্ব রুক্মিনী । কপালে আবার হ্যারি পটারের মতো একটা স্কার মার্কও পড়েছে। তবে দমেননি রুক্মিনী । যতই হোক, প্রথম রুটি বলে কথা । তাই সোশাল মিডিয়ায় তিনি শেয়ার করেছেন সেই ছবি । সবাইকে আবার পোড়া রুটির নাম সাজেস্ট করার অনুরোধও করেছেন। পাশাপাশি পোড়া রুটির মতো আরও অনেক রেসিপি জানতে ‘সুইৎজারল্যান্ড’ দেখতে সিনেমা হলে যাওয়ার আবেদন জানিয়েছিন রুক্মিনী। আগামীকাল মুক্তি পাচ্ছে ‘সুইৎজারল্যান্ড’।

View this post on Instagram

Hello everybody! OKAY! So this was the First Roti I made on the sets of #SWITZERLAND YES! IT GOT BURNT! With a pair of eyes, a nose, a mouth and a scar mark on the forehead! I wonder How! 🤔🤔🤔 And my husband #SHIBU (@itsmeabirchatterjee ) is slyly running away, so that he doesn't have to eat it! Please suggest a name for #RUMI 's Roti.. Please! 🙏🏻🙏🏻🤣🤣🤣 For more such Burnt food recipes watch #SWITZERLAND in theatres!😃😃😃😃 2 days to go! #SWITZERLANDReleasing13thNovember Hello everybody! এটি #SWITZERLAND সেটে আমার তৈরি প্রথম রুটি। হ্যাঁ! এটি পুড়ে গেছে! এক জোড়া চোখ, নাক, মুখ এবং কপালে কাটা দাগের চিহ্ন! আমি ভাবছি কিভাবে! 🤔🤔🤔 এবং আমার স্বামী #SHIBU (@itsmeabirchatterjee) ধীরে ধীরে পালাচ্ছে, যাতে তাকে এটি খেতে দেওয়া না হয়! দয়া করে #RUMI -র রুটির জন্য একটি নাম প্রস্তাব করুন .. 🙏🏻🙏🏻🤣🤣🤣 এরকম আরও পুড়ে যাওয়া রেসিপিগুলির জন্য প্রেক্ষাগৃহে #SWITZERLAND দেখুন!

A post shared by RUKMINI MAITRA (@rukminimaitra) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *