এই মুহূর্তে মুম্বইতে শুটিং করছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। সেখানে ‘সনক’ ছবির জন্য শুটিং করছেন তিনি। এটি রুক্মিণীর বলিউডে ডেবিউ ছবি। এই ছবিতে বিদ্যুৎ জামালের সঙ্গে ফ্রেম শেয়ার করবেন রুক্মিণী। তিনি আগেই জানিয়েছেন, বলিউড ডেবিউ বলে এ ছবি আলাদা কিছু নয়। তাঁর কাছে ছবির গল্পই আসল। ফলে যেখানে ভাল গল্প পাবেন, তিনি কাজ করতে আগ্রহী। শুটিং থেকে রাত প্রায় দেড়টার সময় সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করলেন রুক্মিণী। এই ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘প্যাক আপ’। ছবিতে রুক্মিণীকে সবুজ রঙা হুডিতে দেখা যাচ্ছে। মেকআপও রয়েছে। কিন্তু হুডি দিয়ে নিজের লুক আড়াল করে রেখেছেন রুক্মিণী। এর আগেও ‘সনক’ ছবির শুটিংয়ের ফাঁকে বিভিন্ন সময়ে ছবি শেয়ার করেছেন রুক্মিণী। কখনও রবিবারও শুটিংয়ে ব্যস্ত থাকছেন রুক্মিনী। কখনও বা নারী দিবসে তাঁর সোশ্যাল ওয়ালে থাকছেন সেটের সব মহিলা সদস্যরা। কখনও বা মায়ের জন্মদিন পালন হচ্ছে শুটিংয়ের ফাঁকে মুম্বইতেই। সেই সেলিব্রেশনে পৌঁছে গিয়েছিলেন দেবও। সব মিলিয়ে রুক্মিণীর মুম্বই শুটিং পর্ব যে জমে উঠেছে, তার প্রমাণ সোশ্যাল মিডিয়াতেই তুলে ধরেছেন নায়িকা।