করোনায় আক্রান্ত অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর স্ত্রী অভিনেত্রী মিঠু চক্রবর্তী। সূত্রের খবর, আপাতত নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। খবর প্রকাশ্যে আসতেই ঘনিষ্ঠ মহল উদ্বিগ্ন সব্যসাচী চক্রবর্তীকে নিয়েও। তবে, তিনি আপাতত সুস্থ রয়েছেন বলেই জানা গিয়েছে। দিন কয়েক আগেই একসঙ্গে জঙ্গল সাফারিতে গিয়েছিলেন গোটা চক্রবর্তী পরিবার। সব্যসাচী-মিঠুর পাশাপাশি দেখা গিয়েছিল গৌরব চক্রবর্তী ও তাঁর স্ত্রী অভিনেত্রী ঋদ্ধিমাকেও। তবে ঘুরে আসার পর সব ঠিক থাকলেও এবার মারণ ভাইরাস হানা দিল অভিনেতা সব্যসাচীর পরিবারে।