রবিবারের ছুটির দিনে বাবা সইফ আলি খানের সঙ্গে সময় কাটালেন সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান। বাবার সঙ্গে সময় কাটানোর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সারা। ক্যাপশনে লিখেছেন, ‘ড্যাডিস ডে আউট’। তিনি হ্যশট্যাগে লিখেছেন, ‘লাইক ফাদার লাইক সন’ এবং ‘কার্বন কপি’। ইব্রাহিমের সঙ্গে সইফের চেহাড়ার যে প্রচন্ড রকম মিল আছে তা হলফ করে বাল যায়। সেই কথা মাথায় রেখেই সারার এই হ্যাশট্যাগ।
https://www.instagram.com/p/CMHMN1FlgKt/?utm_source=ig_web_copy_link