এতদিন যেটা ঘটেনি, এবার সেটাকেই সম্ভব করলেন সইফ আলি খান। পতৌদি প্যালেস-এর অন্দরে আসন্ন ওয়েব সিরিজ ‘তাণ্ডব’ শ্যুটিং করার অনুমতি দিলেন ছোটে নবাব। এর আগে ‘বীর-জারা’, ‘ম্যায় হুঁ না’, ‘রং দে বাসন্তী’সহ বেশ কিছু ছবির শ্যুটিং হয়েছে পতৌদি প্যালেসে। তবে অন্দরে নয় এই সব ছবির শ্যুটিংই হয়েছে প্যালেসের বাইরে। ভিতরে ঢুকে শ্যুটিং করার অনুমতি এর আগে মেলেনি। তবে ‘তাণ্ডব’-এর ক্ষেত্রে সেই অনুমতি দেন সইফ। এই ওয়েব সিরিজটির পরিচালনা করছেন আলি আব্বাস জাফর। ছবিতে একজন রাজনীতিবিদের ভূমিকায় দেখা যেতে চলেছে সইফকে। ওয়েব সিরিজে তাঁর চরিত্রের নাম প্রতাপ সিং। যাঁর বাবা কিনা দেশের প্রধানমন্ত্রী। বাবার মৃত্যুর পর সেই জায়গা নিতে মরিয়া সইফ ওরফে প্রতাপ সিং। এমন একজন প্রভাবশালী রাজনীতিবিদ ও তাঁদের অভিজাত পরিবারকে তুলে ধরার জন্য একটি প্রসাদের প্রয়োজন ছিল। সেকারণেই এই অনুমতি দিয়েছেন সইফ। ‘তাণ্ডব’ ওয়েব সিরিজে সইফ আলি খান ছাড়াও রয়েছেন ডিম্পল কপাডিয়া, মহম্মদ জিসান আইয়ুব, কৃতিকা কর্মা সহ আরও অনেকে। ১৫ জানুয়ারি থেকে আমাজন প্রাইমে সম্প্রচারিত হবে এই ওয়েব সিরিজ।