হিমাচলপ্রদেশ উড়ে গেলেন সইফ আলি খান, জ্যাকলিন ফার্নান্ডেজ, ইয়ামি গৌতম, অর্জুন কাপুররা। আগামী ছবি ‘ভূত পলিশ’-এর শুটিংয়ের জন্য তাঁদের এই যাত্রা। ছবির শ্যুটিংয়ে উড়ে যাওয়ার আগে সহ অভিনেতাদের সঙ্গে একটি ছবি টুইটারে পোস্ট করেন ইয়ামি গৌতম। যেখানে সইফ, অর্জুন, জ্যাকলিনদের সঙ্গে দেখা যায় পরিচালক পবন কৃপালানি, প্রযোজক রমেশ তৌরানী ও অক্ষয় পুরী। হিমাচলের ডালহৌসিতে ছবির শ্যুটিং হবে বলে খবর। করোনাকালে চার্টার্ড বিমানে উড়ে যেতে দেখা যায় ছবির কলাকুশলীদের। চার্টার্ড বিমানে ডালহৌসি পৌঁছনোর সময় নিজেদের মধ্যে গল্পে মশগুল হতে দেখা গেল অর্জুন-সইফ-ইয়ামি-জ্যাকলিনদের। তারই কিছু ঝলক ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অর্জুন কাপুর। টানা ৭ মাস মুম্বইয়ে আটকে থাকার পর ছবির কাজের উড়ে যেতে পেরে তিনি খুশি। এমনটাই লিখেছেন অর্জুন কাপুর।