অলিম্পিক পদক জয়ী দেশের প্রথম ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়ালের বায়োপিকে অভিনয় করেছেন বলিউডের চেনা মুখ পরিণীতি চোপড়া৷ আগামী ২৬ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সাইনা৷ যদিও প্রথমে বলা হয়েছিল এই ছবি মুক্তি পাবে ওটিটি প্লাটফর্মে। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই শুরুতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে শুধু ওটিটি নয় এবার প্রেক্ষগৃহেই আসতে চলেছে এই ছবি। আর সে কথা ট্যুইট করে জানালেন পরিণীতি নিজেই। তিনি ট্যুইটারে ‘সাইনা’-র পোস্টার শেয়ার করেন। সেখানেই বিস্তারিত জানানো হয়েছে। এই পোস্টে পরিণিতি সাইনেকে ট্যাগও করেন। কোভিড পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। আর সেই কারণেই এই সিদ্ধান্ত। আপাতত সাইনার চরিত্রে নায়িকা কতটা মন জয় করেন সকলের সেটাই দেখার।