সঙ্গীত জগতে অন্যতম জনপ্রিয় সুরকার জুটি সাজিদ খান এবং ওয়াজিদ খান। গত জুন মাসে ওয়াজিদ খান করোনায় আক্রান্ত হন। সঙ্গে কিডনির সমস্যাতেও ভুগছিলেন তিনি। মৃত্যু হয় সঙ্গীত পরিচালক ওয়াজিদ খানের। তাঁর মৃত্যুর পর ভেঙে যায় সাজিদ-ওয়াজিদের জুটি। কিন্তু দাদাকে এভাবে হারিয়ে যেতে দিতে নারাজ সাজিদ খান। তাই নিজের নামের সঙ্গে পদবীর বদলে জুড়ে নলেন দাদা ওয়াজিদের নাম। এখন থেকে তিনি আর সাজিদ খান নন, তিনি পরিচিত হবেন সাজিদ ওয়াজিদ নামে। তাঁর কথায়, শারীরিকভাবে ছেড়ে চলে গেলেও, স্মৃতিতে এখনও উজ্জ্বল ওয়াজিদ খান। সাজিদ-ওয়াজিদের কাজের মাঝেই খুঁজে পাওয়া যাবে দুজনকে। সাজিদ জানান, তিনি আর সাজিদ খান হিসেবে পরিচিত হতে চান না, এবার থেকে তাঁর নাম হবে সাজিদ-ওয়াজিদ। যতদিন তিনি বাঁচবেন, এই নামই ব্যবহার করবেন। সঙ্গে তিনি এও জানান, যে শারীরিকভাবে ওয়াজিদ না থাকলেও তিনি তাঁর সঙ্গে সবসময় রয়েছেন। প্রতি মুহুর্তে তিনি ভাই ওয়াজিদের অভাব বোধ করেন। তাঁর কথায়, ওয়াজিদ তাঁর সঙ্গে না থাকলে তিনি কোনওভাবেই গান তৈরি করতে পারতেন না। আর সেকারণেই এই সিদ্ধান্ত। দাদার সঙ্গে তাঁর সম্পর্ক সারা দুনিয়ার কাছেই পরিচিত। শোনা যায়, দুজনের যেমন ভাল সম্পর্ক ছিল, তেমন একে অপরকে ছেড়ে থাকতেও পারতেন না।