এক বিরল রোগে ভুগছেন সামান্থা আক্কিয়েনি। মঙ্গলবার, সামান্থা এক স্বাস্থ্য সংক্রান্ত পডকাস্টে এই বিস্ফোরক তথ্য শেয়ার করেন। তিনি জানান যে মায়োসাইটিস নামে অটোইমিউন রোগে ভুগছেন। মায়োসাইটিসে আক্রান্ত হওয়ার পর কাজ থেকে বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। সুস্থ হওয়ার জার্নি ছিল সামান্থার জীবনে সবচেয়ে কঠিন বছর। এই নিয়ে প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী। অভিনেত্রী বলেন,’অবশেষে আমি কাজে ফিরছি। কিন্তু তাছাড়া, এর মধ্যে আমি সম্পূর্ণ বেকার ছিলাম। কিন্তু এক বন্ধুর সঙ্গে খুব মজা করেছি। এটি একটি স্বাস্থ্য পডকাস্ট। এটা বেশ অপ্রত্যাশিত, কিন্তু এটি এমন কিছু যা আমি সত্যিই ভালোবাসি এবং এমন কিছু যা সম্পর্কে আমি অত্যন্ত উৎসাহি।’ অভিনেত্রী জানান, ডাক্তাররা মনে করছেন তিনি খুব তাড়াতাড়ি পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠবেন। এছাড়াও তিনি মনে করেছিলেন যে সবসময় নিজেকে শক্তভাবে না রাখলেও চলবে। তিনি আরও বলেন, ‘এই দুর্বলতা মেনে নেওয়ার বিষয়টার সঙ্গে আমি আজও লড়াই করে চলেছি। ডাক্তারা আত্মবিশ্বাসী যে আমি খুব শীঘ্রই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠব।’ সামান্থা বলেন, ‘আমার বিশেষ করে মনে আছে এই সমস্যা হওয়ার আগের বছর, আমার কাছে অত্যন্ত কঠিন বছর ছিল। বিশেষ করে যেদিন আমার ম্যানেজার-বন্ধু-পার্টনার- হিমাঙ্ক আর আমি মুম্বই থেকে ফিরছিলাম। গত বছর জুনে আমার মনে আছে ওকে বলেছিলাম যে অবশেষে আমি শান্তবোধ করছি। আমি অনেক সময় ধরে একটু স্বস্তি এবং একটু শান্ত বোধ করিনি। এবং অবশেষে আমার মনে হচ্ছে আমি শ্বাস নিতে পারছি এবং আমি ঘুমাতে যেতে পারি। এবং আমি এখন জেগে উঠতে পারি এবং আমার কাজে মনোনিবেশ করতে পারি এবং আমি কাজে নিজের বেস্ট দিতে পারি।’