জনপ্রিয় মলয়ালম ছবি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন’-এর হিন্দি রিমেকে অভিনয় করতে দেখা যাবে অঙ্গদ বেদীকে। নারী চরিত্রে অভিনয় করতে সানিয়া মলহোত্রকে ঠিক করা আগেই হয়ে গিয়েছিল। এই প্রথম বলিউডে জুটি বাঁধতে দেখা যাবে সানিয়া-অঙ্গদকে। শোনা গেছে, আগামী মে-জুন মাস থেকেই শুরু হয়ে যাবে ছবির শুটিং। সম্প্রতি ‘ঘুমর’ ছবিতে অভিষেকের সাথে প্রথম শিডিউলের শুটিং শেষ করেছেন অভিনেতা।