করোনা-মুক্ত হলেন পরিচালক সঞ্জয় লীলা বনসালি। গতকাল পুনরায় কোভিড টেস্ট করিয়েছিলেন পরিচালক। রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি এখন সুস্থ। কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন পরিচালক সঞ্জয় লীলা বনসালি। তিনি তখন পুরোদমে তাঁর নতুন ছবি ‘গাঙ্গুবাঈ’-এর শুটিং করছিলেন। পরিচালকের কোভিড পজিটিভ হওয়ায় স্বাভাবিকভাবে শুটিং বন্ধ হয়ে যায়। আপাতত শুটিং বন্ধই আছে। পরিচালক করোনা-মুক্ত হলেও তিনি এখনই ‘কোয়ারেন্টাইন’ থেকে বেরতে চান না। ১৪ দিনের সময়সীমাকে মান্যতা দিতে চান তিনি। ১৪ দিন শেষ হলে তবেই মূলস্রোতে ফেরার পরিকল্পনা করেছেন পরিচালক। নিজের অফিসেই ‘কোয়ারেন্টাইন’-এ আছেন সঞ্জয় লীলা বনসালি। আপাতত পরিচালক ‘অফিসবন্দি’। ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন সঞ্জয়ের অফিস তাঁর বাড়ির ঠিক উল্টো দিকে। নিজের অফিসের বারান্দার দাঁড়িয়েই এখন নিজের মায়ের সঙ্গে দেখা করছেন পরিচালক। তাঁর মায়েরও কোভিড টেস্ট করা হয়েছিল। রিপোর্ট নেগেটিভ এসেছিল। ‘গাঙ্গুবাঈ’-এর মূল চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট। তিনিও নিজেকে ‘আইসোলেশন’-এ রেখেছিলেন কয়েকদিন। কিন্তু তাঁরও কোভিড টেস্ট নেগেটিভ এসেছে। এমনকী ‘গাঙ্গুবাঈ’-এর গোটা টিমের টেস্ট করানো হয়েছিল।