কুলি নম্বর ওয়ানের সিক্যুয়েলের শ্যুটিং শেষ করে বর্তমানে ছবির প্রমোশনে ব্যস্ত সারা আলি খান। ওই সিনেমায় বরুণ ধাওয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন সারা আলি খান। এই সময়ে ওই সিনেমায় বরুণ ধাওয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন সারা আলি খান। এদিকে সারা আলি খানের পর ইব্রাহিমও বলিউডে পা রাখার জন্য প্রস্তুত। বি টাউনে পা রাখার জন্য ইব্রাহিম সমস্ত রকমের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। শিগগিরই তাঁর ছেলে বলিউডে পা রাখবেন বলে স্পষ্ট জানান সইফ আলি খান। যদিও ইব্রাহিমের তরফে এ বিষয়ে কোনও ধরনের মন্তব্য করা হয়নি। পাশাপাশি কোন সিনেমার হাত ধরে ইব্রাহিম খান বলিউডে পা রাখবেন, সে বিষয়েও কিছু জানানো হয়নি।