গত ১৭ মার্চ পরিচালক সতীশ কৌশিক-এর করোনা আক্রান্ত হওয়ার খবর জানা যায়। হোম কোয়ারেন্টাইনেই ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই সতীশ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হল। তাঁকে কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে। এবিষয়ে সতীশ কৌশিকের তরফে মুখপাত্র জানিয়েছেন, ”সতীশজি করোনা টিকা নেওয়ার পরিকল্পনা করছিলেন। তবে তিনি শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়ায় করোনা পরীক্ষা করান, সেই টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। গত দুদিন উনি বাড়িতেই ছিলেন। তবে সঠিক চিকিৎসার জন্য উনি হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর দ্রুত সুস্থতা কামনা যাঁরা করছেন, তাঁদের কাছে তিনি কৃতজ্ঞ।”