ফের খলনায়কের ভূমিকায় টেলি পর্দায় ফিরছেন অভিনেতা সায়ক চক্রবর্তী। তবে ভিলেনের চরিত্র করতে বেশ ভালইবাসেন অভিনেতা। সান বাংলায় আজ, সোমবার থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘অগ্নিশিখা’। প্রতিদিন ঠিক রাত আটটায়। এই ধারাবাহিকেই হিরোর ভাইয়ের চরিত্রে দেখা যাবে অভিনেতা সায়ককে। সায়ক নিজেই তাঁর চরিত্রের আভাস দিলেন একটুখানি। চরিত্রটির নাম রক্তিম। সে হিরোর ভাই। কিন্তু রক্তিমের বাবা-মা চান হিরোকে সরিয়ে সেই জায়গাটা তাঁদের ছেলেকে দিতে। আবার রক্তিম তাঁর দাদা’কে খুব ভালবাসে। সিরিয়ালটির ক্রিয়েটিভ ডিরেক্টর পরিচালক অঞ্জন চৌধুরির ছেলে সন্দীপ চৌধুরি। পরিচালক অংশুমান প্রত্যূষ এবং অমল কুমার বণিক। ধারাবাহিকের নায়ক ও নায়িকা দু’জনেই টলিপাড়ায় নতুন। হিরো শৌর্য্য ভট্টাচার্য্য, হিরোইন আরাত্রিকা মাইতি। এ ছাড়াও রয়েছেন চান্দ্রেয়ী ঘোষ, অনিন্দ্য চক্রবর্তী, সাগ্নিক চ্যাটার্জি, সুব্রত গুহ রায়ের মতো অভিনেতারা। মূল গল্পটি একটি আদিবাসী মেয়ের। তাঁর নাম শিখা। তাঁর জীবন, লড়াই, সংসারের টানাপোড়েন ফুটিয়ে তোলা হবে এই নতুন গল্পে। উচ্চমাধ্যমিকে প্রথম হয় সে। তাঁর স্বপ্ন জীবনে প্রতিষ্ঠিত হবে সে, অনেক উঁচুতে উঠবে। তাঁদের পিছিয়ে পড়া সম্প্রদায়ের উন্নতি করবে। ঘটনাচক্রে তাঁর সঙ্গে বিয়ে হয়ে যায় শহরের একটি ছেলের (হিরো)। কিন্তু ছেলে-মেয়েটি সেই বিয়ে মানতে পারে না । এরপরেই শুরু হয় তাঁর লড়াই। আর এ ভাবেই এগিয়ে চলে গল্প।