আমির খানের ডাকে সাড়া দিয়ে তাঁর অতিথি হয়ে এলেন শাহরুখ খান। আমিরের পরবর্তী সিনেমা লাল সিং চাড্ডায় অতিথি শিল্পীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাহরুখকে। আইপিএল উপলক্ষ্যে বর্তমানে দুবাইতে রয়েছেন শাহরুখ খান। আমিরের ডাকে দুবাই থেকে দিল্লিতে উড়ে গিয়েই লাল সিং চাড্ডার শ্যুটিং শাহরুখ শেষ করেছেন বলে খবর। আমির খানের সঙ্গে এক স্ক্রিনে দেখা যাবে শাহরুখ খানকে। লাল সিং চাড্ডার সেটে হাজির হয়ে শাহরুখ এবং আমির একযোগে নিজেদের মধ্যে আড্ডায় মেতে ওঠেন বলে খবর।