নিজেদের বাড়ি এবার ভাড়া দিয়েছেন গৌরী এবং শাহরুখ খান! সম্প্রতি Airbnb-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে গৌরী আর শাহরুখের দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের অভিজাত এলাকায় যে প্রাসাদের মতো বাংলোটি আছে, সেটাই ভাড়া দেওয়া হয়েছে। এটা নায়কের রাজিন্দর নগরের পৈতৃক বাড়ি নয়। এই বাড়ি তৈরি হয়েছে নায়ক শাহরুখের উপার্জনে। আর এই বাড়িকে মনের মতো করে সাজিয়ে তুলেছেন পেশায় ইন্টিরিয়র ডিজাইনার গৌরী। এই মর্মে সম্প্রতি নিজেদের সোশ্যাল মিডিয়া থেকে নানা পোস্ট শেয়ার করেছেন দম্পতি। শাহরুখ যেখানে বেশ কয়েকটি ছবির মাধ্যমে তুলে ধরেছেন গৃহসাজ, গৌরী সেখানে ব্যাপারটা আরও রিয়্যালিস্টিক করার জন্য ভিডিও পোস্ট করেছেন। গৌরী আর শাহরুখের এই দিল্লির বাড়িতে থাকতে গেলে টাকা অবশ্যই দিতে হবে! কিন্তু তার চেয়েও বড় কথা হল দম্পতির সম্মতি। জানা যাচ্ছে, যে এক প্রতিযোগিতার মাধ্যমে সেই সম্মতি আদায় করা যাবে। Open Arm, যা কি না ছবিতে নায়কের সিগনেচার স্টাইল, প্রতিযোগিতা সেই সূত্রেই। ৩০ নভেম্বরের মধ্যে Airbnb-এর লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে। Open Arm Welcome বলতে কী বোঝেন, এই মর্মে আবেদন করতে হবে। যদি আপনার উত্তর খান দম্পত্তির মনে ধরে তবেই মিলবে সম্মতি।